ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

 

কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

 

বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশলয় ট্রাষ্ট চেয়ারম্যান খোদেজা বেগম। শিক্ষক এহেছানুল হক মামুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম।

 

প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। পরে তিনি স্কুলে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এসএম আকবর হোসাইন খোকন ও নাজমা সিদ্দিকী জেবা। মানপত্র পাঠ করেন সাফিয়া জান্নাত ও নাঈমা জান্নাত শিফা।

 

এসময় পাবর্ত্য উন্নয়ন পরিষদ সদস্য বাবু চাক, কর্মরত শিক্ষক এহছানুল কবির,সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, রিদুয়ানুল হক, আজিজুর রহমান, নুরুল ইসলাম,বেলাল উদ্দীন,তাজনিন উদ্দিন, প্রু মে মার্মাসহ অভিভাবক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।