ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার জেলা কাজী সমিতির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

কাজীদের বর্তমান পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা কাজী সমিতির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা কাজী সমিতির অস্তায়ী কার্যালয়ে জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম এর সঞ্চালনায় জরুরি মতবিনিময় সভায় আলোচনা করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ কে এম বদরুল হক।

 

জরুরি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা গৌছ আলী, বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা রুহুল আমিন, মৌলভীবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইউসুফ শরীফ, রাজনগর উপজেলা সভাপতি কাজী মাওলানা আব্দুল আজিজ, কাজী মাওলানা লুৎফুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি কাজী মাওলানা আব্দুল হামিদ, জুড়ী উপজেলা সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান, কাজী মাওলানা সাইফুল কবির।

 

এসময় মৌলভীবাজার জেলা কাজী সমিতির আওতাধীন অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।