ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রশিদনগরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে মানববন্ধন

সেলিম উদ্দীন ,কক্সবাজার :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পানিরছড়া মামুন মিয়ার বাজারে যাত্রীবাহী মার্সা ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত অসহায় পরিবারকে ক্ষতিপূরন দেয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

 

রশিদ নগর ইউনিয়নের সর্বস্থরের জনগনের ব্যানারে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বাদে জুমা রামু উপজেলার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

এসময় নিহত সাইফুলের পিতা মোঃ বাবুল, প্রধান শিক্ষক রমিজ আহমদ, মেম্বার সালাউদ্দিন, হুমায়ুন কবির, গিয়াসউদ্দিন, দিদারুল আলম, আবদু রহিম ও এহেসানুল হক বক্তব্য দেন।

 

মানববন্ধনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।

 

একপর্যায়ে বিক্ষুব্ধ জনগন সড়কে চলাচলরত ডজনখানিক মার্সা পরিবহনের গাড়ি আটকে রাখে। এসময় হাইওয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পেরে দ্রুত সটকে পড়েন। পরে রামু থানার পুলিশ l, RAB ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের পানিরছড়ার মামুন মিয়ার বাজারে স্থানীয় সাইফুল ইসলাম নিহত, শফিকুর রহমান ও মোহাম্মদ ঈসা গুরুতর আহন হন। আহতরা এখনো চমেকে চিকিৎসাধীন।