ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময়

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

 

ময়মনসিংহ জেলার ১১ আসনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা শুরু হয়। তবে সভাকক্ষে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর সোয়া ১২টায় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই তিনি বেরিয়ে যান।

 

এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

 

মতবিনিময় সভায় পুলিশের ময়মনসিংহের ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।