ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সালেহ আহমদ স’লিপক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর মাতার রোগ মুক্তি কামনায় মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) বাদ আসর শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) জামে মসজিদে স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুল ইসলাম চৌধুরী তুষার এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ জাকারিয়া, সদর উপজেলার সভাপতি সামসুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর মাতার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল পরবর্তী বিশেষ মোনাজাত শেষে শিরনী বিতরণ করা হয়।