ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমধুম সীমান্তে আবারও মিললো অবিস্ফোরিত মর্টারশেল

বিশেষ প্রতিবেদক :

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার সড়কে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেল এসে পড়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমকূল এলাকার ধান ক্ষেত থেকে মর্টারশেলটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুটি মর্টারশেল উদ্ধার হয়েছে।

স্থানীয়রা বলেন, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার হয়। একদিনের ব্যবধানে তুমব্রুর পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধান খেতে মর্টার শেল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। এই মর্টার শেল মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘লোকজন ধান ক্ষেতে মর্টার শেল দেখতে পেয়ে বিজিবি সদস্যদের খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।’