ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবচর হাইওয়ে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন চালকরা

আব্দুল মান্নান,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের পরিবহন থেকে শিবচর হাইওয়ে পুলিশের এসআই তমালসহ সঙ্গীয় ফোর্সের বিরুদ্ধে কাগজপত্র দেখার নামে প্রতিনিয়ত চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে।

 

সম্প্রতি সড়কে চাঁদাবাজি কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা মাই টিভির প্রতিনিধি মোঃ সরোয়ারের হোসেন পেশাগত দায়িত্ব পালন কালে অসৌজন্যমূলক আচরণ করেন এসআই তমাল সহ সঙ্গীয় ফোর্স।

 

বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও যমুনা টিভি এবং যুগান্তরের সাংবাদিক আব্দুল মান্নান ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারন করে । তখন পুলিশ টিমের দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রধান করে।

 

ওই সড়কের পরিবহন চালকদের অভিযোগ সুত্রে পরিদর্শনে গিয়ে জানা গেছে, ভাঙ্গা উপজেলা থেকে সুর্যনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এক্সপ্রেস সড়কে টহলে নিয়োজিত থাকেন শিবচর হাইওয়ে থানা পুলিশ। প্রতিদিন বামনকান্দা, মালিগ্রাম, কলাতলা ও পুলিয়া এলাকার ৪টি পয়েন্টে কাগজপত্র দেখার নামে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে থাকেন। পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে চালকগণ।

 

এব্যাপারে মাই টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন দাবী করেন, ভাঙ্গার মধ্যে ১০ কিলোমিটার সড়কে দায়িত্ব পালন করেন শিবচর হাইওয়ে থানা পুলিশ। প্রতিদিন যানবাহনের কাগজপত্র দেখার নামে হাজার হাজার টাকা চাঁদা আদায় করেন। চাঁদা না দিলে চালকদের হয়রানি করেন।

 

হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ওই সড়কের পরিবহন চাকলরা শিবচর হাইওয়ে থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাইনি বলে দাবী করেন।

 

এ ব্যাপারে শিবচর থানার এস,আই তমাল’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করিনি। চাঁদাবাজির বিষয়ে তিনি আরো বলেন, যে সকল পরিবহন চালক ৮০ কিলোমিটার উপরে স্পিডে গাড়ি চালায় তাদেরকে আমরা মামলা বা জরিমানা করি।

 

এবিষয় শিবচর হাইওয়ে থানার ওসি মোঃ শাকিল আহমেদ বলেন, সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচারনের বিষয় আমার জানা নাই। আমার কোন পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ব্যবস্থা নিব।