ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মহেশখালীর রাশেদ

আবুল কাসেম, মহেশখালী

মহেশখালী উপজেলার সন্তান রাশেদুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে লোহাগাড়া থানায় কর্মরত রয়েছেন।

 

গত ৫ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত “মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা” সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন।

 

গত আগস্ট মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মানে ভূষিত করা হয়।

 

রাশেদুল ইসলাম গত ১৯ জুলাই লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চোরাকারবার, চুরিকৃত পণ্য উদ্ধার ও বেশকিছু মামলার আসামি গ্রেফতার এবং বিভিন্ন অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।

সার্বিক দিক বিবেচনা করে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪