ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট দেশ গঠনে পল্লী উন্নয়ন বোর্ড কাজ করছে’

নুর মোহাম্মদ:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলাধীন পিএমখালী ইউনিয়নে পিআরডিপি-৩ প্রকল্প কর্তৃক বাস্তবায়িত স্কিম উদ্বোধন ও উত্তর পাতলি গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল গাফফার খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল ও কক্সবাজার বিআরডিবির উপপরিচালক মোঃ এনামুল হক।

কক্সবাজার সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকতা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পিএমখালি ইউনিয়নের পাতলি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর জামাল উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পল্লী উন্নয়ন বোর্ড গ্রাম-গঞ্জে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকারের অর্থায়নে সারা বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড পিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণের সুবিধার্থে রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভার আগে প্রধান অতিথি আব্দুল গাফ্ফার খান পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে জনগণের যাতায়াতের সুবিধার্থে একটি গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: