ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর পূর্ব বড়ঘোনা এশায়াতুল উলুম ইসলামিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামীয়া মাদরাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং একাডেমিক, সাংস্কৃতিক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাদরাসা চত্বরে মাদরাসার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাও মুহাম্মদ আরিফ উল্লাহ।

 

মাদরাসার সহকারী শিক্ষক মাষ্টার ইলিয়াছ ফারুকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রবিউল আলম চৌধুরী, সাংবাদিক শিব্বির আহমদ রানা, মাও মুহাম্মদ রিদুয়ানুল হক, মাও মুহাম্মদ ফোরকান, জাহেদুল আনোয়ার, তৌহিদুল আলম সিকদার, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মন্ডলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুধীজন।

 

আলোচনা শেষে একাডেমিক, সাংস্কৃতিক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায়ী পরিক্ষার্থীদের জন্য দোয়া এবং মুনাজাত সম্পন্ন হয়।