ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশাল বহর নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন আক্তার হোসাইন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বিশাল বহর নিয়ে বাঁশখালীতে বৃহস্পতিবার (০৯ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আক্তার হোসাইন।

এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, পৌর কাইন্সিলর আকতার হোসেন, আব্দুল গফুর, মো. ইসহাক, প্যানেল মেয়র প্রণব দাশ, প্যানেল মেয়র রোজিনা আকতার, সাংবাদিক মুহিব্বুল্লাহ ছানবী, বৈলছড়ি ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মো.জামাল উদ্দিন, যুবলীগ নেতা ফিরোজ শাহী, দক্ষিণ জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি রাসেল জনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সাবেক উপ-সম্পাদক রিয়াদুল ইসলাম রনি, মো. শহীদ, মো. কাইছার, মো. রুবেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে।