স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শিক্ষা পদকে ২য় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ । শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা ও প্রীতি মিলন সভার আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক।
সভায় বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো: রাশেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ শরীফ, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, প্রাক্তন ছাত্র বিসিএস ক্যাডার(কৃষি) আয়াজ বিল্লাহ, প্রাক্তন ছাত্রী ইউসা মেহেজাবিন রিচি প্রমূখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক ইউপি সদস্য সাজেদ উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা ইয়াসমিন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে অনেকেই বক্তব্য রাখেন।
পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গুনীজন ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রাক্তন ছাত্র হারুনুর রশীদ কুতুবী ও খাইরুল বাশার।
উল্লেখ্য,দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ১৯২৮ সালে স্থাপিত বিদ্যালয়টি ২০২২ সালের জাতীয় শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করে।