ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

সিএনএন বাংলা ডেস্ক:

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বলা হয়েছে, লাখ টাকা ছাড়িয়েছে স্বর্ণের ভরি। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরির দাম এখন এক লাখ ৭৭৬ টাকা। দেড় মাসের ব্যাবধানে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা। এই দাম দেশের ইতিহাসে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪: