ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ীর সাধারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার. চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিকলবাহা কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারণ ও মতবিনিময় সভা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

বিগত ৭ ফেব্রুয়ারি বুধবার কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ ওসমান হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ জহির হোসেন।

 

সাধারণ সম্পাদক এম এ বাহাউদ্দিন বাহাদুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাজারের সাবেক সভাপতি এইচ এম হারুনুর রশিদ,মুহাম্মদ সোলায়মান, কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ সওঃ,নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন,মোহাম্মদ ইদ্রিস সওঃ,শফিকুল ইসলাম মানিক,আজগর টিপু,মোহাম্মদ ইউচুপ খোকন,মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ ইকবাল উদ্দিন।

 

বাজারের বিগত বছরের আয়-ব‍্যয় হিসাব, বাজারের উন্নয়ন আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জহির হোসেন বলেন,বাজারের উন্নয়নের জন্য সম্মলিত উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।

 

বাজারব্যবস্থার আধুনিক হতে হবে অবৈধ ব‍্যবসা থেকে ব‍্যবসায়ীকে ফিরে আসতে হবে।নিয়ম শৃংখলা মধ্যে নিজেদের নিরাপত্তা নিজেদের আগেই ঠিক করতে হবে। আমার কর্ণফুলী থানা পুলিশ আপনাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করে।

 

মুহাম্মদ ইদ্রিসের পবিত্র কোরআন তেলোয়াত মাধ্যমে সভার শুরুতে বাজারের প্রবীণ ডা.হাজী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।