ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জে সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিটি গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকার ওই কারখানায় আগুনের খবর পাওয়া যায়।

 

জানা গেছে, দুপুরে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন।

 

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশি। বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে বলে জানান।