ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দুইদিনব্যাপি বেইজলাইন ফাইন্ডিংস শেয়ারিং ও পরিকল্পনা কর্মশালার উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার পরিকল্পনা প্রণয়নের লক্ষে Sustainable Urban Water Cycle (SUWC) প্রকল্পের আওতায় দুইদিনব্যাপি বেইজলাইন ফাইন্ডিংস শেয়ারিং ও পরিকল্পনা কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারী) সকালে SNV (Netherlands Development Organisation) এর সহযোগিতায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট হোটেল সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

ক্লাস্টার কো অর্ডিনেটর উজ্বল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নকিবুর রহমান, প্যানেল মেয়র মোঃ জালাল আহমদ।

আলোচনা করেন প্রকৌশলী সুমন আলী, প্রকৌশলী রঞ্জন শর্মা রায়।

Sustainable Urban Water Cycle (SUWC) প্রকল্পের আওতায় মৌলভীবাজার পৌরসভার পরিকল্পনা কর্মশালায় পৌরসভার কর্মকর্তাগণ, পৌর কাউন্সিলরবৃন্দ, মহিলা কাউন্সিলরবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।