ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার ৫ দিনব্যাপি কর্মসূচি ঘোষণা

পটিয়া উপজেলা প্রতিনিধি:

শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার পক্ষ থেকে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

শনিবার সকালে মেয়র আইয়ুব বাবুল পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচি
গুলো আগামী ১১ আগষ্ট থেকে শুরু হবে।

 

১১ আগস্ট চিত্রাংকন প্রতিযোগিতা, ১২ আগস্ট বৃক্ষ রোপন কর্মসূচি, ১৩ আগস্ট রক্ত দান কর্মসূচী, ১৪ আগস্ট রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত করণ,খতমে কোরআন, পুষ্পমাল্য অর্পণ, এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

 

কর্মসূচি ঘোষনাকালে পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করে বিশ্ব মানবতা ভূলন্ঠিত করেছিলে। সেদিন তাদের বুলেটের আঘাতে শিশু রাসেলের জীবনকে বিপন্ন করেছিল।

সুদীর্ঘ ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রচলিত আইনে খুনিদের বিচার করে বাংলাদেশকে কলংকমুক্ত করেছিল। এতে অধিকাংশ খুনির ফাঁসী কার্যকর হলে কয়েকজন বিদেশে পলাতক রয়েছে।তিনি পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

তিনি পৌরসভার কর্মসূচি সফলে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪