ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনার তালতলীতে ছাত্রদলের মশাল মিছিল

হায়দার হাওলাদার,তালতলী :

 

বরগুনার তালতলীতে ছাত্রদলের মশাল মিছিল হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ছোট ভাইজোড়া এলাকার জোমাদ্দার বাড়ীর সামনে এ মশাল মিছিল হয়। দীর্ঘ সময় ধরে মশাল হাতে নিয়ে মহাসড়কে ছাত্রদলের অবরোধ সফল হোকসহ নানা স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

 

জানা গেছে, তালতলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ বশির উদ্দিন ও কড়ইবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছাত্রদলের মশাল মিছিল শেষ হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সড়কে পড়ে থাকা জলন্ত মশাল নিভিয়ে দেয় তালতলী থানার পুলিশ।

 

এবিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমার কোনো বক্তব্য নাই।