ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি বাইশারী আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস বলেন, জামায়াত-বিএনপি আবারও এদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা, পুলিশকে পিটিয়ে হত্যা করে বিদেশীদের কাছে ধর্না দেওয়ার কথা উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য দেশে অবরোধ, হরতাল দিয়ে আবারও নৈরাজ্য সৃষ্টি করছে।

 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি মাস্টার কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কৃষি বিষয়ক সম্পাদক দিলীপ বড়ুয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সুব্রত দাশ , দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, সদস্য মহিউদ্দিন, উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, উপজেলা সহ সভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা সাধারণ সম্পাদক ক্যানওয়ান চাক, বাইশারী ইউপির চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, দোছড়ি ইউপির চেয়ারম্যান মোঃ ইমরান, উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংথোয়াইলা মার্মা, নারীনেত্রী নুরজাহান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মারমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি ইরফান মাহবুব।

 

সিএনএন বাংলা২৪