ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:
রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামাল উদ্দিন ও শেফালি খাতুন।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার প্রগতি সরণি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজীব জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার প্রগতি সরণি এলাকায় অভিযান চালিয়ে ১৭১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।