নুর মোহাম্মদ :
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক চৌধুরী। ২৫ সেপ্টেম্বর যাচাই বাছাই এর দিন কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরুল হক চৌধুরীকে রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ঘোষণা দেন নির্বাচন ব্যবস্থাপনা কমিটি।
তিনি, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক প্রশিক্ষণ ও শিক্ষা পাঠাগার সম্পাদক, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নুরুল হক চৌধুরী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান।
তিনি মরহুম সুলতান আহমদ চৌধুরীর ছেলে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কক্সবাজার জেলার প্রথম রাজবন্দী মরহুম আবদুল মজিদ সিকদারের নাতি। বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আহমদুলহক চৌধুরী ছোট ভাই।
উল্লেখ্য যে, কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আলম, সদস্য পদে সাখাওয়াত হোসেন, শংকর শর্মা, মো: ইসমাইল, মহিবুল্লাহ চৌধুরী জিল্লু ও মো: ফিরোজ মিয়া, মুর্শিদা ইউনুস রানা।