ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের কুতুবদিয়া থেকে সাজা সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন থেকে দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

গ্রেফতার আসামি কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন’র হকদার পাড়া এলাকার আবদুস সালামের পুত্র শাহাব উদ্দিন।

গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইল ইউনিয়ন’র হকদার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে কুতুবদিয়া থানা পুলিশ।

সোমবার ৬ মে কুতুবদিয়া থানা পুলিশের সংবাদ সুত্রে জানা গেছে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ বিপিএম নির্দেশে এ অভিযান পরিচালনা করে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির নেতৃত্বে এএসআই মোহাম্মদ আবদুল হান্নানসহ একদল পুলিশ জিআর সাজা-৫৯/১০ এর দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড” প্রাপ্ত আসামী শাহাব উদ্দিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।