ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র উদ্যোগে ব্যাংক-হাসপাতাল কর্মচারিদের মাঝে কম্বল বিতরণ

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম)

সুবিধাবঞ্চিত ও আর্তমানবতার কল্যাণে কাজ করা এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী পৌরসদরস্থ বিভিন্ন ব্যাংক ও হাসপাতাল কর্মচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে বাঁশখালী পৌরসভাস্থ বিভিন্ন ব্যাংক ও বেসরকারী হাসপাতাল কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এ সময় সংস্থার চেয়ারম্যান কাজী মু. মনছুরুল হক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করি। আমাদের সংগঠন বরাবরের মতো সবসময় আর্তমানবতার কল্যাণে সমাজিক দায়বদ্ধতা থেকে কাজ অব্যাহত রাখছে।