ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারাতে কাঠমিস্ত্রীর রহস্যজনক মৃত্যু

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা যৌথ খামার এলাকায় আইনাল হক(৪০) নামের একজন কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

১৯ আগষ্ট দুপুরে গুইমারা ইউনিয়নের যৌথ খামার এলাকায় আইনাল হক অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইউপি সদস্য উষাপ্রূ মারমা গুইমারা থানা পুলিশে খবর দিলে পুলিশ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

তার পিতার নাম সিরাজুল হক। পিতৃনিবাস গুইমারা হলেও বর্তমানে তিনি সপরিবারে হাফছড়ি ইউনিয়নের তৈর্কমার জিরো মাইল এলাকায় বসবাস করে আসছেন এবং আসবাবপত্রের দোকান দিয়ে ব্যবসা করতেন। তার ১ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে।
তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে রহস্য উদঘাটন করতে পারেনি কেউ। ময়নাতদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা পুলিশের।

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা মর্গে প্রেরণ এবং এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওসি।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪