ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো বাবার

এস.এম.জয়, বগুড়া

বগুড়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার কাহালু উপজেলার কাউড়া বাজার এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ- ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৭)। তিনি ওই উপজেলার কাউড়া গ্রামের মৃত ফালান আলীর ছেলে। এই ঘটনায় মোটরসাইকেলের চালক নিহতের ছেলে অক্ষত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমজাদ হোসেন ছেলের মোটরসাইকেলে চড়ে তিনদিঘী বাজার যাচ্ছিলেন। তখন বাজারে যাওয়ার সময় মূল রাস্তায় উঠতেই নামুজার দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তখন ছেলের পেছনে বসা আমজাদ হোশেন ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

কাহালু থানার ওসি সেলিম রেজা “সিএনএন বাংলা ২৪” -কে জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।