ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী কুরবান আলী (৩০)কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা কুরবান আলী (৩০) উখিয়ার ক্যাম্প-১৭, ব্লক -সি, সাব ব্লক-এইস ১০৮ এর মৃত করিমুল হকের পুত্র।

১০ নভেম্বর, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার অংশু কুমার দেব’র নেতৃত্বে অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন ব্লক-সি, সাব ব্লক-এইস/৭৯ এর সুজিখানার রোহিঙ্গা আব্দুর রহমানের পরিত্যক্ত বসতঘর হতে কুরবান আলীকে গ্রেফতার করা হয়। তাকে বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আটকের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। এই ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ১১ নভেম্বর, শনিবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি আরও জানান, চক্রটির অন্য সন্ত্রাসীদের ও চিহ্নিত করা হচ্ছে এবং অতি শীগ্রই তাদেরও আইনের আওতায় আনা হবে।