ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

 কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

 নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

 

সোমবার (২ অক্টোবর) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুফিজুর রহমান (৫৫) দক্ষিণ মিঠাছড়ির ৫নং ওয়ার্ডের পানেরছড়া এলাকার উত্তরপাড়ার আলি মিয়ার পুত্র।

 

পরে কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা করে। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

 

ঘটনার খবর পেয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইউনুচ ভুট্টো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান এবং উত্তেজিত জনসাধারণকে ধৈর্য ধরার আহবান জানান। এসময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ উপস্থিত ছিলেন।

 

দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। হাইওয়ে ও রামু থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪