ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যনগরে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

এ,এম স্বপন জাহান,মধ্যনগর:

সুনামগঞ্জের মধ্যনগরে এক অজ্ঞাতনামা ৫০ বছর বয়সি বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

সোমবার ৬ মে সন্ধার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সন্ধার দিকে একটি লাশ পিআইসির বাঁধের উপর পরে থাকতে দেখে স্থানীয় মেম্বার সনেট তালুকদার পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মধ্যনগর থানার অন্তর্গত ০৪ নং সদর ইউনিয়নের জমসেরপুর গ্রাম হতে অনুমানিক ০১ কিলোমিটার দক্ষিণে গোড়াডুবা হাওরের উবদাখালী নদীর পাড়ে পিআইসি বাধের উপরে থেকে লাশটি উদ্ধার করে।

 

স্থানীয়রা দাবী করছে এই অজ্ঞাত মৃত ব্যাক্তিটি মানুষিক ভারসাম্যহীন। গত মাস খানিক ধরে এলাকায় ঘোরাফেরা করেছে বলে জানান।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)এমরান হোসেন জানান, অজ্ঞাত মৃত মানুষটির পরিচয় জানার চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।পাশাপাশি তিনি উক্ত ব্যাক্তির পরিচয় সনাক্ত হলে মধ্যনগর থানার ০১৩২০১২১০৫০ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন।