ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শিগগিরই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

সভায় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম , জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদার, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়, বাজারদর নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ ভূমি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।