ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে মালিক বিহীন ৭হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

যার আনুমানিক মুল্য ২২লাখ ৮০ হাজার টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে থানার পুলিশ অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এ তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে একদল পুলিশ উপজেলারফ সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্হানের বাউন্ডারি ওয়ালের পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েক মাদক কারবারি আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ পর পুলিশের বিশেষ টিমটি ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে এসব বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

১৪ জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান এই প্রতিবেদককে জানান, মাদক উদ্ধার,সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাই এর ধারাবাহিকতায় অভিযান চলমান রয়েছে।