ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে আবদুল মান্নান মিয়াকে। তিনি ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত ছিলেন।

রোববার (১৬ জুলাই) জননিরাপত্তা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

একই আদেশে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গত বছরের ৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেন তিনি। একই বছরের ২১ সেপ্টেম্বর এই কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪