ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি :

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম, সান্তাহার থেকে ঢাকাগামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশনের সিগন্যাল পায়। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।