সিএনএন বাংলা:চট্টগ্রাম
চট্টগ্রামের নয়াবাজার এলাকায় মহাসড়কজুড়ে চলাচল করছে প্রায় ১১৮টি ম্যাকজিমা ও অটোটেম্পু। প্রতিদিন চাঁদার টাকা হাতে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে এসবের চালকদের।ম্যাকজিমা ও অটোটেম্পু থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে। ২৬ মে, শুক্রবার বিকেলে নয়াবাজার এলাকায় গিয়ে দেখা যায় চাঁদা উত্তোলনের দৃশ্য।
চাঁদা উত্তোলনের ব্যাপারে ম্যাক্সিমার কয়েকজন চালক জানান, ১৩নং লাইনে পারমিট পাওয়া গাড়ি রয়েছে ১১৮ টি। প্রতিটি গাড়ি থেকে দৈনিক চাঁদা বাবদ নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। এসব চাঁদা উত্তোলন করছেন কাসেম, মান্নান, সাহেবআলি আনিছুর রহমানসহ একটি সিন্ডিকেট।
চালকেরা বলেন- ‘শ্রমিক সংগঠন ১২৯২/৮৭ এর নাম ভাঙ্গিয়ে এসব চাঁদাবাজি করা হচ্ছে।বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করে আসছে এই সিন্ডিকেট। এসব চাঁদাবাজদের জ্বালায় আমরা চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছি’।
চাঁদাবাজির ব্যাপারে অভিযুক্ত মান্নানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সোহেলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- ‘আপনি কোথায় আছেন, আমার সাথে একটু দেখা করুন- বসে চা খাবো।
এবিষয়ে বড়পুল এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অলন’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- ‘আমি বিষয়টি দেখছি’।
এইচ এম কাদের সিএনএন বাংলা২৪