ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:

তারুণ্যের সমাবেশ ২০২৩ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর হালিশহর থানা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সোমবার বিকেল চারটায় মধ্যম রামপুর এলাকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

প্রধান বক্তা ছিলেন- হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর যুবদলের সহসভাপতি আব্দুল গফুর বাবুল।

হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাফি মুন্না ও থানা যুবদলের আহবায়ক মোশাররফ আমিন সোহেলের যৌথ সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হালিশহর থানা বিএনপি’র সিনিয়র সহসভাপতি হাজী জানে আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী মহসিন, ১১ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শফিউল্লাহ, থানা বিএনপি নেতা রায়হান মাহমুদ, মহানগর যুবদলের সহসভাপতি হায়দার আলী চৌধুরী, সহসাধারণ সম্পাদক মারুফ হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, রামপুর ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহসভাপতি ইবনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগর, বিএনপিনেতা আবুল খায়ের, হাজী বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সম্পাদক দুলাল ও মঞ্জু, হালিশহর থানা যুবদলের সদস্য সচিব হাবিবুল্লাহ রাজু, সিনিয়র যুগ্ন আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ১১ নং ওয়ার্ড যুবদলের টিপু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু, মারুফ, রায়হান, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক জুয়েল, সদস্য সচিব সিয়াম, যুগ্ম আহবায়ক নাজমুল ও শিপন।

প্রস্তুতি সভা শেষে আগামী ১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রামপুরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: