ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পুলিশ-জামায়াত সংঘর্ষের ঘটনায় ৪০ জনকে গ্রেফতার দেখিয়ে ৩ মামলা

ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার নামাজকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘাতের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দুটি ও খুলশী থানায় একটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে।

এর আগে মঙ্গলবার বিকালে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় জামায়াতের নেতাকর্মীরা। এই সময় ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের হয়েছে। এতে সংঘাতের সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া নগরীর জামায়াতের আমির মো. শাহাজাহানসহ পলাতক ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় নগরীর খুলশী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

 

মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার উদ্যোগ নিলে পুলিশ জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দিলে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪