ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাসিক নির্বাচনে নৌকা মার্কার পক্ষে মাঠে নেমেছে যুব মহিলা লীগ

সিএনএন বাংলা২৪,ডেস্ক:

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঢাকা থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজশাহী যান। তারা এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট চান।

এসময় তারা রাজশাহী সিটি কর্পোরেশনের তথা সারা দেশের উন্নয়ন চিত্র ভোটারদের সামনে তুলে উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এর আগে শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নেন। এরপরে এই প্রতিনিধি দলটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলেও জানিয়েছেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: