ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা কবলিত মানুষের পাশে শুকনো খাবার নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান

মুহাম্মদ শওকত আলম

‘দুর্যোগ-দুর্বিপাকে, বাংলাদেশ ছাত্রলীগ’- এই স্লোগানকে বুকে ধারণ করে ত্রাণসামগ্রী নিয়ে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান।

রবিবার (৬ আগষ্ট) রাত ৯টার সময় হাঁটু-কোমর পানি মাড়িয়ে তিনি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি পোকখালী ইউনিয়নে পানিবন্দর শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে ৪ প্যাকেট স্যালাইন, ২লিটার পানি, বিস্কুট ১প্যাকেট ও ১কেজি করে চিড়া-মুড়ি বিতরণ করেন।

 

পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পানিবন্দী অসহায় মানুষরা। কঠিন দু:সময়ে বন্যার্থদের পাশে হাত বাড়াতে পেরে নিজেকে উৎফুল্ল মনে করছেন হাসানও।

 

উল্লেখ্য, দীর্ঘসময় ধরে বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও উপজেলা শাখার পক্ষে বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসুচীতে নিজকে সক্রিয় রাখেন মুহাম্মদ হাসান। সেই থেকে রাজনৈতিক মাঠ ছেড়ে সরে দাঁড়াননি। তিনি মূল দল আ,লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছেন।

 

ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক বলেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও বন্যাকবলিত মানুষকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উপহার বলে জানিয়ে দেয়া হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪