ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যালট পেপার ছাড়া বাঁশখালীর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। ভোটগ্রহণের জন্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ১১৪ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ মাঠ থেকে নির্বাচনী ব্যালট পেপার ছাড়া যাবতীয় সরঞ্জামাদি প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ছনুয়া ছেলবন সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১০৮) এর প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, পুলিশ-আনসারসহ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে নিয়ে পৌছেছি। বর্তমানে কেন্দ্রে অবস্থান করছি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাঁশখালীর ১১৪ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ১৬০ জন বিজিবি ও ৬০ জন সেনাবাহিনীসহ ১৬টি মোবাইল টিম মাঠে কাজ করছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, শনিবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, মোবাইল টিম, নির্বাচন পর্যবেক্ষক টিম উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে।