ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুর ঈদগড়ে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

জাফর আলম জুয়েল, ঈদগড় :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে র‌্যাব-১৫ এর একটি দল গভীর বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারসহ ৪ ব্যক্তিতে গ্রেপ্তার করেছে। ১৩ ডিসেম্বর (বুধবার) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের তুলাতুলী বনাঞ্চলের আবু সামার ঘোনার পশ্চিম পাশে পাহাড়ি এলাকায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এই অভিযান চালায়।

অধিনায়ক এস এম সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র. অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার এবু এসবে জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ঈদগড়ের করলিয়ামুরা এলাকার খুইল্ল্যা মিয়ার পুত্র পল্লী চিকিৎসক মাইনুদ্দিন(৪৫), কোদালিয়াকাটার মৃত আব্দুল জলিলের পুত্র শাহাবুদ্দিন (৩৫), করলিয়ামুরা এলাকার মৃত নজির আহমদের পুত্র জাফর আলম (৪২) ও কোদালিয়াকাটা গ্রামের মৃত সোলেমানের পুত্র লাল মিয়া (৫৭)।

অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক এস এম সাজ্জাদ হোসেন।