ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুব‌দিয়ায় অটো রিক্সা চাপায় শিশু নিহত

স্টাফ রি‌পোর্টার, কুতুব‌দিয়া

কুতুব‌দিয়ায় ব্যাটারি চা‌লিত টমট‌ম চাপায় দেড় বছর বয়সী এক শিশু মারা গে‌ছে। সোমবার ( ২২ জানুয়া‌রি) উপ‌জেলার লেমশীখালী ধু‌পি পাড়ায় সু‌ষ্মিতা শীল না‌মের শিশু‌টি দূর্ঘটনার শিকার হয়।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১ টার দি‌কে ওই গ্রা‌মের সজীব শী‌লে‌র শিশু কন্যা হঠাৎ বা‌ড়ি থে‌কে দৌ‌ড়ে বের হ‌লে বা‌ড়ির সা‌থে রাস্তায় চলন্ত এক‌টি অ‌টো রিক্সা( টমটম) তা‌কে স‌জো‌রে ধাক্কা দি‌লে শিশু‌টি প‌ড়ে গে‌লে টমট‌মের চাকা পে‌টের উপর দি‌য়ে যায়।

এসময় দ্রুত শিশুটি‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত ডা: শ‌রিফুল ইসলাম শিশু‌টি মৃত ব‌লে জানান।

থানার এস.আই আব্দুল ওয়া‌হেদ ব‌লেন, দূর্ঘটনায় নিহত শিশুর খবর পে‌য়ে হাসপাতা‌লে গি‌য়ে প্রাথ‌মিক সুরতহাল রি‌পোর্ট নেয়া হ‌য়ে‌ছে। টমটম চাল‌কের অ‌ভিভাবক ও নিহত শিশুর প‌রিবা‌রের সা‌থে বৈঠক ক‌রে একম‌তের‌ ভি‌ত্তি‌তে মৃত শিশুর মর‌দেহ হস্তান্তর করা হ‌বে ব‌লে জানান‌ তি‌নি।