আবদুল রহিম জয় চৌধুরী :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংসদীয় আসন ফেনী-১ এ নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় মতবিনিময় সভা করেছেন নৌকার এ প্রার্থী। এসময় গ্রামবাসী হাত তুলে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার বিষয়ে আশ্বস্ত করেন।
সভায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করে আজকে এ এলাকায় মতবিনিময়ের মাধ্যমে শেষ হচ্ছে। এ গ্রাম থেকে বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। সেই সুবাদে এ এলাকায় উন্নয়ন করব এমন কথা বলাও বেয়াদবি হবে।
নাসিম চৌধুরী বলেন, এ গ্রামের বেশ কয়েকজন একটি সভা করতে চেয়েছিলো। সেজন্য এখানে এসেছি। তারা আমাকে কাছে পায়, উনাকে (খালেদা জিয়া) কাছে পায়নি। এজন্য আমার প্রতি আগ্রহ বেশি।
তিনি আরও বলেন, এতদিন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। কিন্তু এবার আমি মানবসম্পদ উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি বহু আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করে রেখেছেন। যেটি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারেও দুই নম্বরে রয়েছে।
ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার ভাতিজা সালাহউদ্দিন আহমেদ মজুমদার, এটিএম ইয়াছিন সাদেক বিপ্লব মজুমদার, মামুনুর রশিদ সাহেদ প্রমুখ।
এর আগে বিকেলে ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সভায় উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন