ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রী জুতার বক্সে করে ইয়াবা পাচারকালে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন। সে আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র নুরুল আয়ুব চৌধুরী (৩৮)। তিনি পেশায় একজন ক্যাবল ব্যবসায়ী।

 

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।

স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেয়। পরে তাকে তল্লাশির সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর ৯ হাজার ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) যাত্রী ছিলেন নুরুল আয়ুব।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪