ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সভাপতি মোতাহেরের বস্ত্র বিতরণ

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আলীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে এসব বস্ত্র বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস দে, আ’লীগ নেতা কাঞ্চন দে, শিল্পী মিত্র, নাজিম উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার শাহজাহান, শহিদুল ইসলাম।

 

এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে কাজ করছে। এখানে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করে প্রধানমন্ত্রী সবাইকে যার যার ধর্মপালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪