ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালায় পর্যটকবাহী গাড়িতে গুলি, ভাঙচুর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এর মধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

একই স্থানে সে সময় পর্যটকবাহী তিন চাকার একটি গাড়ি, পিকআপ ও প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। তাদেরকে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে সকালে দীঘিনালার বাবুছড়া নতুন বাজার এলাকায় সড়কে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা।