ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

তথ্য অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব- এ শ্লোগানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন।

 

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪