ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দকে আরো আনন্দময় করার লক্ষ্যে নিউইয়র্ক ঈদ পুনর্মিলনী ২০২৪

রিপোর্ট:হানিফ সাকিব

পবিত্র ঈদ উল ফিতর এর আনন্দকে আরো আন্দময় করার লক্ষে ঝাকঝমক ভাবে নিউইয়র্ক প্রবাসী থানার হাট সোনামুরির সিনিয়র জুনিয়রদের কে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

নিউইয়র্ক ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক আবু নাসের টটুল U.S.A,এর আয়োজনে তার ব্রুকলেন,স্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে

 

এ সময়, আবু নাসের টুটুল বলেন , সদূর প্রবাসে এসেও আজ সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত পেয়ে মনে হচ্ছে। নিজের দেশেই আছি।

 

এ সময় তিনি সবার সাথে মতবিনময় করেন এবং থানার হাট, সোনামুরির মাটি ও মানুষকে কথা বলেন এবং সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসার অনুরোধ করেন