ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দিতায় ফের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২ মে) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী এ ঘোষনা দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত সোমবার আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সূত্র জানায় তাজুল ইসলাম তাজ হাইকোর্টে তার প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন।

এদিকে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহীনা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। শুধু ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচন হবে।