ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়র মাহবুবকে নিয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন আ’লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে নিয়ে জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে একটি সুষ্ঠু, সুন্দর এবং পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানানো হয়।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪