ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাধা বেড়েছে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক,সিএনএন বাংলা২৪:

মালামাল পরিবহনে উপকারী প্রাণী গাধার সংখ্যা বেড়েছে পাকিস্তানে। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) ২০২২-২৩ এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে গাধা রয়েছে ৫৮ লাখ।

নতুন সমীক্ষার তথ্য বলছে, পাকিস্তানে এ প্রাণীটির সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। যেখানে ২০১৯-২০ সালে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২১ সালে ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ সালে ছিল ৫৭ লাখ— সেখানে এক বছর বাদে এ সংখ্যা ৫৮ লাখে পৌঁছেছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য প্রকাশ করেছেন। গাধার পাশাপাশি দেশটিতে বর্তমানে গবাদিপশুর সংখ্যা কেমন আছে সেই তথ্যও জানানো হয়েছে।

অর্থমন্ত্রী ইশহাক দার বলেছেন, বর্তমানে পাকিস্তানে গরু রয়েছে ৫ কোটি ৫৫ লাখ, মহিষ রয়েছে ৪ কোটি ৫০ লাখ, ভেড়া রয়েছে ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল রয়েছে ৮ কোটি ৪৭ লাখ।

গত দুই বছরের চেয়ে দেশটিতে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা বেড়েছে। তবে গত বছর উট এবং ঘোড়ার সংখ্যা যত ছিল— এই সংখ্যাটি সেটিই রয়ে গেছে।

এদিকে অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কৃষিখাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এসব গবাদিপশু। ২০২৩ অর্থবছরে জিডিপির ১৪ দশমিক ৩৬ শতাংশ ছিল এই খাতের।

এছাড়া স্থানীয় পর্যায়ে গবাদিপশু লালন-পালন বড় অবদান রাখছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: