ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টুইটার লোগো পরিবর্তন করলেন

সিএনএন বাংলা ডেস্ক:

লগো পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। নীল পাখিকে বিদায় দিয়ে ‘এক্স’ দিয়ে লগো উন্মুক্ত করা হয়েছে। গেল রবিবার টুইটারে লোগো পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজির হয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক।

 

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। তিনি জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

এর আগে রবিবার টুইটার প্রধান ইলন মাস্ক তার অ্যাকাউন্টে পোস্টে বলেছিলেন যে তিনি সোমবারের মধ্যে বিশ্বব্যাপী এই পরিবর্তন আনতে চাইছেন। এক টুইট বার্তায় মাস্ক বলেন, খুব শিগগিরই সব পাখিকে বিদায় জানাব। গত বছর মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেয়ার পর নতুন লোগোটি সর্বশেষ পরিবর্তন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা ২৪